The Unexpected Rewards of Being Lazy: Lessons from Mofiz and the Rooster.

একটা ছোট্ট গ্রামে একবার মফিজ নামে এক মানুষ বাস করত। মফিজ ছিল গ্রামের সবচেয়ে অলস লোক। সে সারাদিন শুয়ে থাকত আর শুধু একটাই কাজ করত—ঘুমানো। গ্রামের সবাই তাকে বলত, “মফিজ, তুমি কখনও কিছু করো না!”

একদিন মফিজের মা তাকে বলল, “মফিজ, তোমাকে আজ কিছু একটা করতেই হবে!” মফিজ তখন ভাবল, “কিছু না করলে আজ বিপদ হবে!” সে ঠিক করল, সে বাজারে গিয়ে একটা মুরগি কিনে নিয়ে আসবে।

মফিজ হাঁটতে হাঁটতে বাজারে গেল। কিন্তু পথে গিয়ে একটা গাছের নিচে বসল, আর গাছের ছায়ায় শুয়ে পড়ল। তার ঘুম এসে গেল, আর সে ঠিক করল, “একটু ঘুমিয়ে নিই, তারপর মুরগি কিনব।”

যেই না ঘুম এল, তখন এক পাগলা মোরগ তার পাশে এসে ডাকতে শুরু করল—”কক কক!” মফিজ ঘুম থেকে উঠে দেখে, মোরগ তার উপর বসে আছে! মফিজ তখন মোরগকে দেখে বলল, “তুমি নিজেই বাজার থেকে আমার কাছে চলে আসলে, তাই না?”

মফিজ দারুণ খুশি হয়ে মোরগ নিয়ে বাড়ি ফিরল। সে সবার সামনে গিয়ে বলল, “দেখো, আমি বাজার থেকে মোরগ এনেছি, মোরগ নিজেই আমার কাছে চলে এসেছে!”

গ্রামের সবাই মফিজের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেতে লাগল। এরপর থেকে মফিজকে সবাই বলত, “মফিজ, তুমি শুধু ঘুমাতে পারো, আর মোরগ ধরতে পারো!”

এভাবেই মফিজ আবার তার অলস জীবনে ফিরে গেল, কিন্তু এবার সে বুঝল, অলসতাতেও ভাগ্য মিলে যায় কখনও কখনও!

The Hilarious Chase that Turned a Forgetful Man into a Village Hero

Story: The Great Chicken Chase

Share:

More Posts

Online learning present future

​অনলাইন শিক্ষা: বর্তমান ও ভবিষ্যত এর উপকারিতা ২০২৫

ভূমিকা:আজকের যুগে প্রযুক্তি ও ইন্টারনেটের উত্থান শিক্ষা ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে। অগ্রগতির সাথে সাথে শিক্ষার প্রক্রিয়া আরও সহজ, গতিশীল

Send Us A Message

Leave a Reply

Shop
Wishlist
0 items Cart
My account